![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/10/20/image-284882-1634685486.jpg)
মেঘনায় জেলেদের হামলায় নদীতে পড়ে কোস্ট গার্ড সদস্য নিখোঁজ
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানের সময় ট্রলারে হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় পারভেজ নামে কোস্টগার্ডের এক সদস্য নদীতে পঢ়ে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ।
এ বিষয়ে কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের এক সদস্য জানান, সোমবার রাত তিনটার দিকে চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একদল জেলে ইলিশ শিকার করছিলেন।