কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিগগির বিশ্ববাসী জানতে পারবে মন্দিরে হামলার মদদদাতা কারা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডেইলি স্টার গাজীপুর সিটি করপোরেশন প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ২২:২৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, 'কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় তদন্ত হচ্ছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের কয়েক জন ধরা পড়েছে। আশা করছি অচিরেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের কাছ থেকেই জাতি ও বিশ্ববাসী জানতে পারবে বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় তাদের মদদদাতা ও আশ্রয়দাতা কারা।'


আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর সার্কিট হাউজ ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে গাজীপুর কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী আরও বলেন, 'দেশ যখনই এগিয়ে যায়, তখন দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ একটি শ্রেণি নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই অপশক্তিরা দেশে বিশৃংখলা সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মতো অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও