তুরস্কের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা। খবর আনাদুলু এজেন্সির।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আন্তালিয়া প্রদেশের কাস জেলার উপকূলে। স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে (০৫৩২ জিএমটি) এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।