যা ঘটছে, তা খুবই ন্যক্কারজনক, দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। আমার খুব মনে হয়, এত অমানুষ পৃথিবীতে আছে? এই ধরনের সহিংসা কিন্তু কখনোই থামেনি। আমাদের মনে হচ্ছিল, এবার বুঝি কিছুই হবে না, সব ভালোভাবে হবে। কিন্তু আবার শুরু হয়ে গেল। মনে করিয়ে দিল, যেন এটাই নিয়ম। একবার একজন শুরু করে, তারপর চলতেই থাকে। আমরা তো কোনো প্রতিকারও করতে পারছি না। আমরাও আন্দোলন করছি, ওরাও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাই মনে হয়, আমাদের একটু অন্যভাবে ভাবা দরকার। শাস্তি হোক আর যাই হোক—এমন কিছু করা উচিত, যাতে এসব সহিংসতা থামে। আমরা আন্দোলন করছি, মানববন্ধন করছি, ভাষণ দিচ্ছি, এটা করছি, ওটা করছি—কোনো ফল তো হচ্ছে না। কিছু একটা করতেই হবে। তবে শুধু আমরাই তো পারব না।
You have reached your daily news limit
Please log in to continue
দিনে দিনে আমাদের মধ্যে ভণ্ডামি বেড়েই চলছে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন