রুখে দাঁড়াও বাংলাদেশ
যুগান্তর
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০৭:২০
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশকে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। বসতবাড়ি, মন্দিরসহ বিভিন্ন স্থানে আগুন, হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে নানা জায়গায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ ডাক দেওয়া হয়। এসব কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলমানরাও যোগ দেন। তারা বলেন, ধর্মীয় পরিচয় নয়, মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা এই সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, তাদের শনাক্ত করতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। ধর্ম, মত ও পথ ভুলে এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব ধর্মের অনুসারীদের ধর্ম পালনের অবাধ পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে উঠবে।