You have reached your daily news limit

Please log in to continue


জার্মানিতে বাসা সংকটে ভাড়াটিয়াদের যত ভোগান্তি

জনসংখ্যা বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা, আবাসনের কাজে ধীরগতি আর প্রতিনিয়ত চাহিদা বাড়তে থাকায় জার্মানিতে বাসস্থান সংকট মারাত্মক আকার ধারণ করছে৷

আপনি কী করেন -- এ প্রশ্ন ছোটখাট আড্ডায় প্রায়ই শুনতে পাবেন৷ এমন প্রশ্ন জার্মানির অনেক শহরের লোকেরাই করে থাকেন৷ তবে দেশটির রাজধানী বার্লিনে কিন্তু প্রশ্নটি একটু অন্যরকম৷ সেখানে প্রায়ই শুনতে হয় -- আপনি কত টাকা বাসা ভাড়া দেন -- এ প্রশ্ন৷

আর দীর্ঘদিন ধরে সেখানে বাস করছেন এমন বাসিন্দারা আপনাকে বলবে যে আগের দিনগুলো অনেক ভালো ছিল৷ অর্থাৎ, যে সময়ে আপনি কথা বলছেন ঠিক সেসময়ের আগের দিনগুলো নাকি অনেক ভালো ছিল৷ কারণ আগে কম দামে পছন্দমতো বাসা পাওয়া যেত৷ এখন আর তা নেই৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন