কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জার্মানিতে বাসা সংকটে ভাড়াটিয়াদের যত ভোগান্তি

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২১:৪৮

জনসংখ্যা বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা, আবাসনের কাজে ধীরগতি আর প্রতিনিয়ত চাহিদা বাড়তে থাকায় জার্মানিতে বাসস্থান সংকট মারাত্মক আকার ধারণ করছে৷


আপনি কী করেন -- এ প্রশ্ন ছোটখাট আড্ডায় প্রায়ই শুনতে পাবেন৷ এমন প্রশ্ন জার্মানির অনেক শহরের লোকেরাই করে থাকেন৷ তবে দেশটির রাজধানী বার্লিনে কিন্তু প্রশ্নটি একটু অন্যরকম৷ সেখানে প্রায়ই শুনতে হয় -- আপনি কত টাকা বাসা ভাড়া দেন -- এ প্রশ্ন৷


আর দীর্ঘদিন ধরে সেখানে বাস করছেন এমন বাসিন্দারা আপনাকে বলবে যে আগের দিনগুলো অনেক ভালো ছিল৷ অর্থাৎ, যে সময়ে আপনি কথা বলছেন ঠিক সেসময়ের আগের দিনগুলো নাকি অনেক ভালো ছিল৷ কারণ আগে কম দামে পছন্দমতো বাসা পাওয়া যেত৷ এখন আর তা নেই৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও