![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcox-20211018175712.jpg)
৭০০ একর বনভূমির লিজ বাতিল চায় কক্সবাজারবাসী
কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও আগত কোটি পর্যটকের বিশুদ্ধ অক্সিজেনের একমাত্র উৎস সবুজ বনভূমি। সরকারকে ভুল তথ্য দিয়ে প্রশাসন একাডেমির নামে সমুদ্র পাড়ের ৭০০ একর বনভূমি লিজ নিয়েছেন আমলারা। কিন্তু শত প্রজাতির বৃক্ষ, পাক-পাখালি ও বন্যপ্রাণীর অভয়ারণ্যে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। পরিবেশ প্রকৃতির ফুসফুস বরাদ্দ বাতিল না হলে প্রয়োজনে কাফনের কাপড় পরে মাঠে নামবে কক্সবাজারবাসী।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন এসব কথা বলেন
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটক
- সংবাদ সম্মেলন
- বনাঞ্চল