![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmithila-20211018150205.jpg)
বাংলাদেশি মিথিলার বলিউডের সেই সিনেমা মুক্তি পাচ্ছে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ১৫:০২
তানজিয়া জামান মিথিলা মডেল হিসেবেই সবার কাছে পরিচিত। তার দেখা মেলে ফ্যাশন শোতে কিংবা ফ্যাশন হাউজের বড় বড় বিলবোর্ডে। মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটও মাথায় পরেছেন তিনি। এবার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হচ্ছে তার।
বলিউডের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এতে যুক্ত হয়ে বেশ আলোচনায় আসেন মিথিলা। সেই সিনেমার নাম ‘রোহিঙ্গা’।