সম্ভাব্য হামলা ঠেকাতে গতকাল রোববার দিবাগত রাতে সিলেটের মন্দিরগুলো পাহারা দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের কর্মীরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের এ উদ্যোগের প্রশংসা করছেন সিলেটের সচেতন মানুষ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্যে সিলেটসহ বেশ কয়েকটি জেলায় মন্দির ও বাড়িঘরে হামলা হয়। গত রাতেও রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। একই সময় অন্যান্য এলাকায় হামলার আশঙ্কা সৃষ্টি হয়।