জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুর সদর উপজেলার ধুরাইলে দুই ভাইয়ের মাথায় কুড়াল দিয়ে কুপিয়েছেন প্রতিপক্ষের লোকজন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করেছেন আহতের স্বজনরা।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ বলছে, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর বিরাঙ্গল গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় সুবল করাতী, বিষম করাতীসহ আট থেকে নয়জন লোক নিয়ে প্রভাষ করাতীর জায়গায় এসে গালাগালি করতে থাকে।