![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F5b3c6fd6-9f77-4e3b-b2d0-67077551caab%252FFeni_DH0514_20211017_20211017_132746.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ফেনীতে মন্দির-দোকানে হামলার ঘটনায় ২ মামলা, আতঙ্কে হিন্দুরা
ফেনীতে দুটি মন্দির ও বেশ কয়েকটি দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মডেল থানায় দুটি মামলা হয়েছে। ফেনী মডেল থানার দুজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলায় ২০০ থেকে ২৫০ জন এবং অপর একটি মামলায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে আজ রোববার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে গতকাল শনিবারের ঘটনার পর আতঙ্কে আছে এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন।
ফেনী শহরের মন্দিরগুলোতে পুলিশের পাহারা রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। আজ দুপুর ১২টায় শহরতলির ফেনী-সোনাগাজী সড়কের কালীপাল গাজীগঞ্জ মহা প্রভুর আশ্রম ও দুর্গামন্দিরে ঢোকার ফটকেই চোখে পড়ে ধ্বংস চিহ্ন। মন্দিরে ঢোকার পথের একপাশে সদ্য আগুনে পোড়া একটি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। গাড়ির পাশে গাছের কিছু ডালপালা পুড়ে গেছে। মূল মন্দিরের ফটক ভাঙার যে চেষ্টা করা হয়েছে, তা স্পষ্ট চিহ্ন বহন করছে।