You have reached your daily news limit

Please log in to continue


হামলাকারীদের ঠেকাতে সরকার ব্যর্থ কেন

এক বাজে সময় পার করছে দেশ। গত কয়েক দিনে একের পর এক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ, মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে ও ঘটছে। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কুমিল্লায় পূজামণ্ডপে হামলার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পুরো ঘটনার দায় সরকারকেই নিতে হবে। হালকা কথাবার্তা বলে উদ্ভূত পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

কুমিল্লার ঘটনার রেশ ধরে প্রাণহানিও হয়েছে চাঁদপুরে। বিক্ষুব্ধ জনতার ওপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি গুলিবর্ষণের ঘটনা পর্যন্ত গেল কেন? ভাঙচুর, হামলা, লুটপাটের পূর্বাভাস কি সরকারি গোয়েন্দা সংস্থাগুলো আগাম অনুমান করতে পারেনি। বিরোধী দলের চার থেকে পাঁচজন বসে ঘরোয়া বৈঠক করলেই গোয়েন্দারা দেশবিরোধী ষড়যন্ত্রের আভাস পেয়ে ধরে নিয়ে আসেন। আর সময় নিয়ে পরিকল্পিতভাবে মন্দিরে, পূজামণ্ডপে হামলা করলেও গোয়েন্দারা তা ধরতে পারছেন না, এটা অবিশ্বাস্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন