![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fafe761dd-51f7-4405-874a-f708c1aa5e10%252FChandpur_DH0620_20211017_chandpur_jaforulla_pic_3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী
কুমিল্লায় কোরআন অবমাননার খবরের জেরে চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে একটি গোষ্ঠীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকার ক্ষতিগ্রস্ত দুটি মন্দির পরিদর্শন করে তিনি এ দাবি জানান।
সাম্প্রদায়িক এসব ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতির জন্য এটা দুঃখজনক ঘটনা। এই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের ব্যর্থতা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একজন ভালো মানুষ, ভালো মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা। কিন্তু গোয়েন্দা সংস্থা তাঁকে সঠিক তথ্য দেয়নি। তাঁকে বোকা বানিয়েছে। মিস লিড করেছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সব মন্দিরে নিরাপত্তা দিয়েছেন। কিন্তু বাস্তবে সেটা করা হয়নি। তাই এই দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। এ জন্য তাঁর পদত্যাগ দাবি করেন তিনি।