
শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর যে সন্ত্রাসী হামলা, মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। ধিক্কার দিই সেই দুর্বৃত্তদের, যারা এ ঘৃণ্য হামলা চালিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কুমিল্লার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ত্বরিত ব্যবস্থা নিলে ঘটনা এত দূর গড়াত না। অভিযোগ আছে, হিন্দু সম্প্রদায় পূজামণ্ডপের নিরাপত্তার অনুরোধ জানালেও সেখানে যথাসময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাননি। গেছেন হামলার ঘটনা ঘটে যাওয়ার পর।