ছয় দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর রবিবার বেলা ১১টা থেকে দিনাজপুরের হিলি স্থলববন্দর দিয়ে পুণরায় আমাদনি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চলতা।
বিষয়টি নিশ্চিত করে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন এ বন্দর পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে আমদানি-রপ্তানি পুণরায় শুরু হয়েছে।