শতকোটি টাকার তালগাছগুলো কোথায়?
বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে তালগাছ লাগানোর একটি প্রকল্প নিয়েছিল সরকার। কিন্তু ওই প্রকল্পের নামে গচ্ছা গেছে প্রায় শতকোটি টাকা। মন্ত্রণালয়ের উদ্যোগে বিষয়টির তদন্ত হচ্ছে। অনিয়মের কারণে সরকার তালগাছ প্রকল্প থেকে সরে এসে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রকল্প নিয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি তালের চারা রোপণের কর্মসূচিও চলছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্র জানায়, বজ্রপাত ঠেকাতে তালগাছ নয়, দেশব্যাপী তালের আঁটি (বীজ) লাগানোর কর্মসূচি নিয়েছিল সরকার। ইতোমধ্যেই পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদ দিয়ে ৬১টি জেলায় তালের বীজ লাগানো হয়েছে। সরকার বলছে ইতোমধ্যেই ৩৮ লাখ তালের চারা লাগানো হয়েছে। আরও লাগানো হবে। সব মিলিয়ে এক লাখ চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করা হলেও এ পর্যন্ত ৩৮ লাখ তালের চারা লাগানো হয়েছে বলে বাংলা ট্রিবিউকে নিশ্চিত করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রকল্প
- বজ্রপাত
- অনিয়ম ও দুর্নীতি
- তালগাছ