![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffaridpur--20211016220654.jpg)
কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলায় গট্টি ইউনিয়নের ইমামবাড়ী বাজার সংলগ্ন কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে জয়ঝাপ এলাকাবাসীর আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৭টি নৌকা অংশ নেয়। এতে প্রথম হয় চান মিয়ার নৌকা। সাজিদ মাতুব্বরের নৌকা দ্বিতীয় এবং তৃতীয় হয় সামিম মৃধার নৌকা।