![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcourt4-20211016214337.jpg)
অক্টোবরের মধ্যে বেসিসের নির্বাচন সম্পন্নের নির্দেশ
দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের অ্যাপেক্স বডি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন সম্পন্ন করতে রায় দিয়েছেন হাইকোর্ট। ওই রায়ের দুই পৃষ্ঠার লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ে ৩১ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্নের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নির্বাচন
- বেসিস নির্বাচন
- বেসিস