![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/12F70/production/_121108677_gettyimages-1235909069.jpg)
বাংলাদেশে দুর্গাপূজায় সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে গেল কেন? - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ২১:২৬
বাংলাদেশে অতীতে নানা ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা বা আক্রমণের ঘটনা যেমন ঘটেছে, কখনো কখনো মন্দির বা পূজার প্রস্তুতিকালীন সময়ে প্রতিমা ভাংচুরের বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। কিন্তু এবার দুর্গাপূজার সময়ে যেভাবে ব্যাপক মাত্রায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, এমনটা সাম্প্রতিককালে দেখা যায়নি।
এতো সহিংসতার জন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। পূজা উদযাপন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নির্মল চ্যাটার্জি বিবিসি বলছেন, পূজার আগেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সাথে বৈঠক করেছিলেন এবং সেসব বৈঠকে নিরাপত্তার বিষয়ে তাদের আশ্বাসও দেয়া হয়েছিলো।