 
                    
                    সাত বছরে বিশ্ববাজারে সর্বোচ্চ দাম জ্বালানি তেলের
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ১৯:১৯
                        
                    
                মহামারি করোনাভাইরাসের ধকল কাটিয়ে বিশ্ববাজারে বেশ চাঙ্গা হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। দফায় দফায় দাম বেড়ে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮২ ডলারে উঠে এসেছে। এতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠলো তেলের দাম।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রবণতা গত বছরের নভেম্বর থেকেই লক্ষ্য করা যাচ্ছে। তবে চলতি বছরের জুন থেকে তেলের দাম বৃদ্ধিতে নতুন হাওয়া লাগে। ২০১৮ সালের অক্টোবরের পর গত জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                