বিনা টিকিটে ট্রেনভ্রমণের দায়ে ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের জরিমানা করা হয়েছে। এ সময় ট্রেনের টিকেট না থাকায় ৩২৮ জনকে জরিমানা করা হয়।
শনিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।