সংখ্যালঘুরা কার কাছে বিচার চাইবেন

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ১৮:২৪

এই লেখা যখন পাঠকের হাতে পৌঁছাবে, তখন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। মা দুর্গাকে বিসর্জন দিয়ে তাঁরা যাঁর যঁার ঘরে ফিরে যাবেন। কিন্তু বাংলাদেশে এবারের দুর্গোৎসব তঁাদের মনে যে ক্ষত রেখে গেল, তা সহজে মুছে যাবে না।


প্রতিবছর দুর্গোৎসব সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের নেতারা সরকারের কাছে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। সরকারের পক্ষ থেকে বরাবরের মতো সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু দুর্গোৎসবের অষ্টমীর দিন বুধবার কুমিল্লার অঘটনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার যেসব ঘটনা ঘটল, তা কেবল উৎসবকে ম্লান করেনি; মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকেও লজ্জায় ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও