সময়ের আগেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র?
দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালে এবং দ্বিতীয় ইউনিট ২০২৫ সালে চালু হওয়ার কথা থাকলেও তা কয়েক মাস আগেই চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত আকবর। তিনি জানান, কাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় ২০২৩ সালের শেষ দিকেই এই বিদ্যুৎকেন্দ্রটি চালু হবে বলে তারা আশা করছেন।
প্রকল্প পরিচালক শওকত আকবর বৃহস্পতিবার বলেন, প্রথম ইউনিটটি ২০২৩ সালেই চালু হবে বলে আশা করছি। সে অনুসারে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রথম ইউনিট চালু হওয়ার ছয় থেকে আট মাস পর দ্বিতীয় ইউনিট চালু হবে।