‘প্রযুক্তির সঙ্গে বদলাচ্ছে সাইবার অপরাধ’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ২১:২৭
সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে ‘পবিত্র কোরআন শরিফ উদ্ধার’ নিয়ে দেশজুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দিয়েছে। এর নেপথ্যে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য। এ ছাড়াও স্যোশাল মিডিয়ায় সাইবার বুলিং, বডি শেমিং, ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে হরহামেশাই। বিশেষজ্ঞরা বলছেন, বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো বন্ধে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে সংশ্লিষ্টদের। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর সঙ্গে কথা বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসান জোহা।