![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F5d6f5be6-c278-4735-a10d-c48b535489bd%252FFBsedlPWYAA8uXY.jpg%3Frect%3D0%252C110%252C1616%252C909%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
হয়ে গেল বেলুন বিশ্বকাপ
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১৮:২০
এ খেলা কে না খেলেছে?
বেলুন ফুলিয়ে বেঁধে ফেলো। আর হাত দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে বাতাসে রাখার চেষ্টা করো। কোনো কারণে সেটা মেঝে স্পর্শ করলেই আউট। ঘরের ছোট গণ্ডিতে সময় কাটানোর খুব ভালো একটা পদ্ধতি। এবার সে খেলাটারই যদি বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানানো হয়?
বার্সেলোনা ডিফেন্ডার ও ফুটবল বিশ্বকাপজয়ী জেরার্দ পিকে সেটাই করেছেন। প্রথমবারের মতো আয়োজন করেছেন বেলুন বিশ্বকাপের। সে বিশ্বকাপে নিজেকে সবার সেরা প্রমাণ করেছেন পেরুর ফ্রান্সেসকো দে লা ক্রুজ। বিশ্বের প্রথম বেলুন বিশ্ব চ্যাম্পিয়ন এখন দে লা ক্রুজ।