![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567695606.jpg&path=/uploads/news/2021/Oct/15/1634297866441.jpg&width=600&height=315&top=271)
১৭অক্টোবর শাবিতে পরীক্ষা দিবে গুচ্ছের ৪৭১০ পরীক্ষার্থী
আগামী ১৭ অক্টোবর গুচ্ছ 'ক' ইউনিট'র (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র অংশগ্রহণ করবে ৪৭১০ পরীক্ষার্থী। বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে গুচ্ছ ভর্তি পরীক্ষার শাবি কেন্দ্রের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন ।