বন্ধ নাক খোলার ৫টি ঘরোয়া উপায়
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১৪:৫৫
করোনাকালে সাধারণ ফ্লুর পরিমান কিছুটা হলেও কমেছে। সেন্টার কন্ট্রোল ও প্রিভেনশনের দেওয়া তথ্য মতে, ২০২০-২০২১ সালে ফ্লু পরিমাণ স্বাভাবিকভাবে অনেক কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক দূরত্ক বজায় রাখা, মাস্ক পরা,লকডাউনের ফ্লু কমিয়ে আনা সম্ভব হয়েছে।
সাধারণ কিছু ফ্লুতে মানুষ কমবেশি এখনো ভুগছে। হালকা জ্বর,কফ,গলা ব্যথা,নাকে পানি আসা,শরীরে ব্যথা ও পেটে ব্যথার মত সমস্যায় ভুগছে মানুষ। তবে বাড়িতে কিছু বিষয় মেনে চললে এই ঠাণ্ডার সমস্যা সহজে মুক্তি পাওয়া সম্ভব।
- ট্যাগ:
- লাইফ
- ঘরোয়া উপায়
- নাক বন্ধ