You have reached your daily news limit

Please log in to continue


মুসা বিন শমসের প্রতারিত না প্রতারক?

১০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরকে কেন ২০ কোটি টাকার চেক দিয়েছিলেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ওরফে প্রিন্স মুসা? এ প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মুসাকে। এ ছাড়া ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের সঙ্গে তার আর কোনও গোপন লেনদেন হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মুসার প্রতিষ্ঠানে কাদেরকে লিগাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগের পেছনে আর্থিক লেনদেন রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। মোদ্দাকথা, মুসা বিন শমসের নিজে প্রতারণার শিকার নাকি প্রতারক দলের অংশ সেটার সন্ধানেই আছেন গোয়েন্দারা।

গোয়েন্দাদের ডাকে সাড়া দিয়ে মুসা বিন শমসের মঙ্গলবার (১২ অক্টোবর) গিয়েছিলেন ডিবি কার্যালয়ে। ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদে নিজেকে নিয়ে বড় বড় কথা বলেছেন। পুলিশ বলছে, ‘আমাদের ধারণা মুসা বিন শমসেরকে নিয়ে আমরা যতটা জানতাম সে তুলনায় তার অত সম্পদ নেই। গুলশানে একটি ভবন থাকলেও সেটা তার স্ত্রীর নামে। দেশে কোনও টাকা নেই তার। তবে সুইস ব্যাংকে ৮২ বিলিয়ন ডলার রয়েছে বলে গোয়েন্দাদের কাছে দাবি করেন মুসা। এও বলেন, টাকাটা ফিরিয়ে আনতে পারলে পুলিশের উন্নয়নে ৫০০ কোটি টাকা দেবেন তিনি। পদ্মা সেতুর মতো আরেকটি সেতু নির্মাণেও সহায়তা করবেন। তবে তিনি এখন কোনও ব্যবসায় জড়িত নন বলেও গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দাবি করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন