সমর্থনের আশায় তুরস্ক সফরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তুরস্ক সফরে গেছেন। সেখানে তারা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খবর পার্স-টুডের।
তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর তুর্কি নেতাদের সঙ্গে বিমান চলাচল, বাণিজ্য, আর্থিক সাহায্য ও অভিবাসন ইস্যুতে আলোচনা করার কথা রয়েছে।