![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/10/14/norway-bow-arrow-attacks-141021-01.jpg/ALTERNATES/w640/norway-bow-arrow-attacks-141021-01.jpg)
নরওয়ের সন্দেহভাজন হামলাকারীকে চিনত পুলিশ
নরওয়েতে তীর-ধনুক ছুড়ে পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ আগে থেকেই চিনত। পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি ডেনিশ নাগরিক। তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং উগ্রপন্থায় জড়িয়েছিলেন বলে আশঙ্কা ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শনাক্ত হল
- হামলাকারী