গুদামে নষ্ট হচ্ছে পেঁয়াজ, কেজি ১০ টাকা
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। কয়েক দিন ধরে পেঁয়াজ বিক্রি না হওয়ায় সেগুলো গুদামে পচে নষ্ট হচ্ছে। বাধ্য হয়ে সেগুলো ১০ থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা। তবে ভালো মানের পেঁয়াজ এখনও ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ১৬ অক্টোবর পর্যন্ত ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদাকে ঘিরে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের শেষ দিনে ৪২টি ট্রাকে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ আমদানি হয়। কিন্তু বিক্রি না হওয়ায় বন্দরের অনেক আড়তে পেঁয়াজ পড়ে আছে।