অকার্যকর ইডিএস মেশিন: বেবিচকের উদাসীনতায় রপ্তানিকারকদের ক্ষতি
মহামারির সময়ে রপ্তানি পণ্যের অর্ডার পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা বেড়েছে। কিন্তু সহায়তার পরিবর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ রপ্তানিকারকদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।
প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে আকাশ পথে দেশের বাইরে যেকোনো পণ্য পাঠাতে হলে তা এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেমের (ইডিএস) মাধ্যমে স্ক্যান করিয়ে নিতে হয়।
তবে বিমানবন্দরে ২০১৭ সালে স্থাপিত ২টি ইডিএস সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে গত ১ বছরে ঠিকমতো কাজ করেনি বললেই চলে। এর পেছনে বিমানবন্দর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন রপ্তানিকারকরা।