সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রাক হেলপার নিহত

জাগো নিউজ ২৪ সিরাজগঞ্জ সদর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১১:৪৯

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে এ ঘটনা ঘটে। নিহত বেলাল দিনাজপুর জেলা সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে।


সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাকের হেলপার ছিলেন বেলাল। মুলিবাড়ী এলাকায় যানজট থাকায় তিনি ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও