কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্তত মেম্বার সাহেবদের ছাড় দিন

সমকাল মোশতাক আহমেদ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৯:৪৫

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জনৈক ব্যক্তি দীর্ঘদিন ধরেই গ্রামের বাড়ি বাড়ি হেঁটে আসন্ন নির্বাচনে মেম্বার পদে নিজের প্রার্থিতা প্রচার করে চলেছেন। সাড়াও পেয়েছেন মানুষের। খুব বেশি না হলেও মোটামুটি। এ অবস্থায় মনোনয়ন জমা দেওয়ার মাত্র পাঁচ দিন আগে হঠাৎ করে গ্রামের ক'জন প্রভাবশালী ব্যক্তি সম্ভাব্য প্রার্থীদের ডেকে এক 'দরবার' বসালেন। সেই দরবারে তিন প্রার্থীর মধ্যে একজনকে গ্রামের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করে অন্য দু'জনকে 'বসে যেতে' নির্দেশ দেওয়া হলো।


সেই সঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হলো, যদি কেউ এই সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেকে প্রার্থী ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে 'সর্বাত্মক ব্যবস্থা' নেওয়া হবে। (অনেকটা সর্বাত্মক লকডাউনের মতো)। এমনকি যে বা যারা তার প্রার্থিতার পক্ষে প্রস্তাবক বা সমর্থক হবে, তাদের ক্ষেত্রেও এই বিচার এবং শাস্তি প্রযোজ্য হবে। না, এ কোনো দক্ষিণ ভারতীয় সিনেমার কাহিনি নয়, এটা আমাদের বাংলাদেশেরই এক উপজেলার গল্প। গতকালই আমার নিজ উপজেলার একজন টেলিফোনে আমাকে এ কথা জানালেন। অবিশ্বাস করার তেমন কোনো কারণ নেই। এ কারণেই যে, আরও কয়েক জায়গা থেকেও একই রকম কথা শুনেছি। এভাবেই এগিয়ে চলেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী রথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও