You have reached your daily news limit

Please log in to continue


শিশুদের আগাম টিকা দেওয়া উচিত

কভিড-১৯ বিশ্বকে ভ্যাক্সার্স (টিকা গ্রহণেচ্ছু) এবং অ্যান্টি-ভ্যাক্সার্স (টিকাবিরোধী) রূপে বিভক্ত করেছে। একদল রোগের ভয়ে ভীত, অন্য দলটি মুখোশহীন, চিন্তাশূন্য। একদল তাদের সন্তানসহ প্রতি বছর কভিড-১৯-এর টিকা চায়, অন্য দলটি দীর্ঘদিন ধরে টিকার জন্য অপেক্ষা করছে; কভিড-১৯ কিছু টিকা প্রস্তুতকারী বিশ্ববাজার দখল করার জন্য উদগ্রীব তাদের নিজেদের দুর্বলতা আড়াল করে এবং অন্য নির্মাতাদের দুর্বলতা তুলে ধরে তাদের মিডিয়া এবং বিজ্ঞানীদের সাহায্যে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) এমনকি তাদের নিকটতম মিত্রের (অ্যাস্ট্রাজেনেকার) ভ্যাক্সজেভরিয়াকে অনুমোদন দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন