টাইটানিক মণ্ডপে দেবী দেখতে ভক্তদের ভিড়
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে পূজার মণ্ডপ। ব্যতিক্রমী এই মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে। পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন মন্দির কমিটি এই ব্যতিক্রম পূজামণ্ডপ তৈরি করেছেন। আয়োজকদের দাবি এটি খুলনা বিভাগের অন্যতম মণ্ডপ।
জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি কার্তিক মিস্ত্রি বলেন, করোনার কারণে দুই বছর আমরা পূজায় আনন্দ করতে পারিনি। এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দোলায় করে ফিরে যাবেন।