You have reached your daily news limit

Please log in to continue


গোটা এলাকা যেন অবৈধ পরিবহনের গ্যারেজ

বুড়িগঙ্গার বুকে একসময়কার বিস্ময়ের দ্বীপ বলে পরিচিত কামরাঙ্গীর চর এখন ঘনবসতিপূর্ণ এলাকা। জনাকীর্ণ বসতি, আড়ত-বাজার, কারখানা, বাড়িঘর মিলে গমগমে থাকা ঢাকা দক্ষিণ সিটির আওতাভুক্ত এই এলাকায় অন্যতম প্রধান সমস্যা যোগাযোগব্যবস্থা। চলাচলের মাধ্যম ছোট আকারের যানবাহন। তবে পৌনে তিন বর্গকিলোমিটারের এই এলাকায় গিজগিজ করে ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক, টেম্পো। এগুলো চলছে সম্পূর্ণ অবৈধভাবে। কারণ দেশে এই ধরনের যানের অনুমতি নেই। স্থানীয় প্রভাবশালী, নানা অজুহাতে চলাচল করছে হাজার হাজার অবৈধ পরিবহন।

দায় নিতে চান না স্থানীয় জনপ্রতিনিধিরা। নানান কারণে অবৈধ পরিবহন নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। পুরান ঢাকা লাগোয়া কামরাঙ্গীর চরের রয়েছে ঢাকা দক্ষিণ সিটির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড। সরু রাস্তা প্রশস্তকরণ আর অবৈধ যানবাহন বন্ধে এখানকার ওয়ার্ড কাউন্সিলররাও তেমন ভূমিকা রাখতে পারছেন না। সরেজমিনে দেখা গেছে, বেড়িবাঁধ থেকে কামরাঙ্গীর চরে প্রবেশের পথ কোম্পানি ঘাট, সিকসন, লোহার ব্রিজ। এর মধ্যে লোহার ব্রিজটি কিছুটা চওড়া হলেও বাকি পথগুলো খুবই সরু। প্রবেশ পথের মতো ভেতরের সড়কগুলোও বেশ সরু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন