![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F14%2Fbudget-1.jpg%3Fitok%3DBm55BZab%26timestamp%3D1634151753)
ঋণ নিয়ে চাঙ্গা রাখা হচ্ছে অর্থনীতি
ডেইলি স্টার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৭:২২
দেশের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর পরিমাণে ঋণ নিচ্ছে সরকার, যা আগামী ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি বড় আকারের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। যেগুলোর উদ্দেশ্য ছিল দেশের যোগাযোগ, পরিবহন ও জ্বালানী খাতকে পরবর্তী পর্যায়ে উন্নীত করা। সেগুলো মধ্যে ৮টি মেগা প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছে। প্রত্যাশা অনুযায়ী প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের জিডিপি ৪ শতাংশ বাড়তে পারে।
প্রতিবছর, কয়েক হাজার কোটি টাকা এসব প্রকল্প ও অন্যান্য অবকাঠামোগত প্রকল্পে ব্যয় হচ্ছে। ফলে, দেশের রাজস্ব প্রবৃদ্ধি দীর্ঘ সময় ধরে স্থবির থাকলেও বেড়েই যাচ্ছে ঋণের পরিমাণ।