![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fyabaa-20211013124144.jpg)
দিনাজপুরে ৩ হাজার ইয়াবাসহ নারী আটক
দিনাজপুরে তিন হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক আরিফা বেগম (৪৯) দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর ভাটপাড়া গ্রামের শাহজাহান সরকার ওরফে কবিরাজের স্ত্রী।