নওগাঁয় ৬০ শতাংশ চালকল বন্ধ
দেশের অন্যতম ধান-চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বিভিন্ন সংকটে এ জেলার ৬০ ভাগ চালকল বন্ধ হয়ে গেছে। লোকসান এড়াতে অনেক ব্যবসায়ী মিল বিক্রি করে বিকল্প ব্যবসায় ঝুঁকছেন। একের পর এক মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক।
জানা গেছে, নওগাঁ বাংলাদেশের বৃহত্তর জেলার একটি। এ জেলায় এক বছরে তিন মৌসুমে ধান উৎপাদন হয়ে থাকে। এই তিন মৌসুমে প্রায় ২৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন করে নওগাঁর কৃষকরা। এসব ধান কৃষকের কাছে থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে আসে মিলে। আর এই ধান ঘিরেই জেলায় গড়ে উঠেছে ছোট-বড় প্রায় ১ হাজার ২৫০টি চালকল। সরকারি-বেসরকারি ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে এসব চালকল গড়ে তোলা হয়েছে।