নেপালে বাস খাদে পড়ে নিহত ২৮
প্রথম আলো
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০৭:০৩
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুপুরের দিকে ঘটা ওই দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। ঘটনার সময় ঠিক কতজন যাত্রী বাসটিতে ছিল তাও স্পষ্ট নয়।
পুলিশ আরও জানিয়েছে, হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালন করে বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এদের মধ্যে কেউ কেউ প্রাণ হারাতে পারেন বলে পুলিশের ধারণা।