![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F12%2F630x355.jpg%3Fitok%3DgAIQhk_S)
টিকা নিলে ১০ দেশ থেকে ভ্রমণ করা যাবে থাইল্যান্ডে
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকা অন্তত ১০ দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ১ নভেম্বর থেকে কোয়ারেন্টিনের শর্ত তুলে নেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা স্বীকার করেছেন, ‘সরকার কিছুটা ঝুঁকি নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে’। খবর বিবিসির। কম ঝুঁকিতে থাকা ১০ দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, চীন, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে গত জুলাই থেকে প্রতিদিন ১০ হাজারের বেশি কোভিড-১৯ সংক্রমণ রেকর্ড করছে থাইল্যান্ড।