![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F12%2F244644114_10159678007504675_1161034442334894027_n.jpg%3Fitok%3DPv7kM9P0)
বাংলাদেশের সাফের ফাইনালে ওঠার সমীকরণ
এনটিভি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১৭:২৫
বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। মাঝের সাত আসরে সাফল্যের পাল্লায় তেমন কিছু নেই। তাই এবারের মৌসুম নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। জামাল-তপুদের মৌসুমের শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। বাংলাদেশ দলের ডাগআউটে অভিষেক হয়েছে অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসনের। নতুন কোচের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দারুণ মিশন শুরু করে বাংলাদেশ ফুটবল দল। এরপর রুখে দেয় শক্তিশালী ভারতকে। ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- সাফ চ্যাম্পিয়নশিপ
- সমীকরণ
- জামাল ভূঁইয়া