বিশ্বকাপে বাংলাদেশের সুনীল নারাইন হতে পারবেন মেহেদি হাসান?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১৬:০১

কোনটা বেশি উপভোগ করেন বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদি হাসান - ব্যাটিং না বোলিং? প্রশ্ন রাখতেই হেসে দিয়ে বললেন, "যখন যেটায় ভালো করি, সেটাই।"


মেহেদি হাসানকে দলে নেয়া হয়েছে বিশেষ একটি কারণে - তিনি একজন খেলোয়াড়, যাকে চিহ্নিত করা হয় "মিনি অলরাউন্ডার প্যাকেজ" হিসেবে। টি-টোয়েন্টি ক্রিকেটের আর্বিভাবের পর অনেক ক্রিকেটারই এমন একটি ভূমিকা পালন করেন যে দলের প্রয়োজনে অধিনায়ক যা চান, ম্যাচে তিনি তেমন দায়িত্ব কাঁধে তুলে নেন।


নির্বাচকরা মনে করেন, মেহেদি হাসান একজন সাহসী ক্রিকেটার।


এই ধরনের ক্রিকেটারকে "ইউটিলিটি ক্রিকেটার"-ও বলা হয়। বিশ ওভারের ম্যাচে এরা খেরার মোড় বদলে দেয়ার কাজ করে থাকেন - কারণ এখানে অনেক সময় ১২০ বলের মধ্যে ১১০ বল খারাপ খেললেও শেষ ১০ বল ভালো খেলে ম্যাচের গতি-প্রকৃতি বদলে দিতে পারেন ব্যাটসম্যান বা বোলার।


তাদের কোনও বিশেষায়িত ভূমিকা থাকবে না, আবার সব সেক্টরেই অবদান থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও