করোনায় কটিয়াদীর ‘ঢাকের হাট’–এর ঐতিহ্যে ভাটা
মহাষষ্ঠীর প্রতিমার আসনে প্রতিস্থাপন থেকে শুরু করে বিসর্জন-দুর্গাপূজার আনুষ্ঠানিকতার সবখানেই ঢাকের বাজনা চাই-ই চাই। পূজার প্রধান অনুসর্গ ঢাকের চাহিদা মেটাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিবছর বসে ‘ঢাকের হাট’। ব্যতিক্রমী এই হাটের ঐতিহ্য ৪০০ বছরের।
বৃহত্তর ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের পূজারিরা ওই হাটে গিয়ে দরদাম করে ঢাকিদের আমন্ত্রণ জানান। রীতি অনুযায়ী, হাট বসে দুদিন। পঞ্চমী ও ষষ্ঠী হাটবার। ঢাকি ও পূজারিদের পদচারণে এই দুদিন হাটস্থল পৌর শহরের পুরানবাজার এলাকা উৎসবের মাত্রা পায়। এক কথা হাটটি সব ধর্মের স্থানীয় মানুষের কাছে ঐতিহ্যের অংশ।