![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/10/12/142809793.gif)
গতবার কোনো ছক্কা মারতে পারেননি, ম্যাক্সি এবার মারলেন ২১টি
আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই প্রীতি জিনতার পাঞ্জাবের হয়ে খেলেছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২০১৪ সালটা মাতিয়েছিলেন ম্যাক্সি। তবে গত আসরটা একেবারে বাজে কাটে তার। পুরো আসরে ১৩ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১০৮ রান। ছক্কার জন্য বিখ্যাত ম্যাক্সি কোনো ছক্কা হাঁকাতে পারেননি।