যত বেশি শিক্ষা, তত বেশি আয়
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১১:৪৬
‘পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’—ছেলেবেলায় এই প্রবাদ বাঙালিমাত্রই শুনেছেন। পড়াশোনায় গাফিলতি করলে অভিভাবকেরা শিশুদের এই প্রবাদের কথা মনে করিয়ে দিতেন। বিষয়টি হচ্ছে, ভালো পড়াশোনা করলে মানুষ ভালো চাকরি করতে পারে, সেটা বোঝানোর জন্যই এই প্রবাদ। ২০২১ সালে অর্থনীতিতে যে তিনজন নোবেল পুরস্কার পেলেন, তাঁদের মধ্যে জোশুয়া ডি অ্যাংরিস্ট ১৯৯১ সালে এ নিয়ে গবেষণা করেছেন। তিনি সেখানে দেখেছেন, মানুষের শিক্ষার মেয়াদের সঙ্গে আয়ের সম্পর্ক আছে।
সেই গবেষণায় অ্যাংরিস্ট দেখান, যাঁরা ১২ বছর পড়াশোনা করেছেন, তাঁদের আয় ১১ বছর পড়াশোনা করা মানুষের চেয়ে ১২ শতাংশ বেশি। আর যাঁরা ১৬ বছর পড়াশোনা করেছেন, তাঁদের আয় ৬৫ শতাংশ বেশি। কিন্তু বিষয়টি হচ্ছে, এই সম্পর্ক কি কার্য-কারণ সংক্রান্ত। এ নিয়েই কাজ করার জন্যই নোবেল পেয়েছেন জোশুয়া ডি অ্যাংরিস্ট। সঙ্গে আছেন আরও দুজন।