সমঝোতা স্মারকে আশার আলো
ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম শুরু করতে গত শনিবার সচিবালয়ে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের অবস্থানের যৌক্তিকতা প্রমাণিত। এর মধ্য দিয়ে রোহিঙ্গারাই উপকৃত হবে। তবে তাদের দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি ভুলে গেলে চলবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে সক্রিয় উদ্যোগ নেওয়া।
বর্তমান প্রেক্ষাপটে এ সমঝোতা স্মারক অত্যন্ত ইতিবাচক। এর দুটি কারণ রয়েছে।
এক. ২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর গণহত্যা শুরু হলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশ মানবিক বিবেচনায় তাদের জরুরি আশ্রয় দেয়। এ ছাড়া আগে থেকেই বাংলাদেশে আরও প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা অবস্থান করছিল।