চিঠি-ডাকটিকিটে সেজেছে কলকাতার পূজামণ্ডপ
চিঠঠি আয়ি হ্যায় আয়ি হ্যায় চিঠঠি আয়ি হ্যায়’, এই গানের লাইনগুলো মনে থাকলেও বা মনে মনে গুণগুণ করে আওড়ালেও পরিচিতদের কুশল জানতে চিঠি লেখার সেই পুরোনো অভ্যাস আজ আমরা প্রায় ভুলতে বসেছি। মেসেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার হয়ে উঠেছে নিত্যসঙ্গী। নবীন থেকে প্রবীণ প্রায় সবারই এসব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি। তাই চিঠি লেখা আর হয়ে ওঠে না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পূজা
- দূর্গা পূজা
- ডাকবাক্স