বদলে যাওয়া বরেন্দ্র অঞ্চলে ফল বাগানের লাভ-ক্ষতি
যেদিকেই চোখ যায়, চারপাশটা ছবির মতো শান্ত। কোথাও ঘন আম বাগান, কোথাও ধানখেতে ছোট ছোট আমের চারা মাথাচাড়া দিয়ে আছে, কোথাওবা আম বাগানে ধান চাষ করা হয়েছে। মাঝে মাঝে চোখে পড়বে বরই, পেয়ারা আর নতুন নতুন মাল্টা বাগান। এমন বৈচিত্র্যময় কৃষিরূপের দেখা মিলবে নওগাঁ জেলার পোরশা উপজেলায়। কিছুটা উঁচু-নিচু বরেন্দ্র ভূ-প্রকৃতি এখানকার কৃষিজমির সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
অথচ ১০-১২ বছর আগেও ধানই ছিল এখানকার মূল ফসল। এই পরিবর্তনের মূলে আছে এখানকার ভূমিরূপ। উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, পোরশায় মোট কৃষিজমি ২২ হাজার ২৮৬ হেক্টর। এর মধ্যে ১০ হাজার ৯৫০ হেক্টর জমিতেই আম চাষ হয়। আর ধান চাষ হয় ১১ হাজার ১৩৬ হেক্টর জমিতে। আবার বেশিরভাগ উঁচু জমিতেই প্রধানত আম চাষ হয়। বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত এই উঁচু জমি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী।